রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টাকা ভাগাভাগি নিয়ে মহিলা আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নির্বাচনের টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে রংপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এ নিয়ে মহিলা আওয়ামী লীগে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বিকালে নগরীর বেতপট্টি মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগ (একাংশ) সংবাদ সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, সংগঠক মাজেদা বেগম পিংকি, সাদিয়া হাসান ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে শাস্তির দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মমতাজ বেগম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চেয়ারম্যানকে ছাড় দেয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জি এম কাদেরের পক্ষে প্রচার চালান। জি এম কাদের আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রচারের ব্যয় হিসেবে কয়েক লাখ টাকা দেন। ৫ জানুয়ারি সন্ধ্যায় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, সংগঠক সাদিয়া ও পিংকীকে নিয়ে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের কাছে জি এম কাদেরের থেকে পাওয়া টাকা থেকে ৫০ হাজার দাবি করেন। টাকা না দেওয়ায় তারা মহানগর আওয়ামী লীগ নেতাদের গালিগালাজ করেন।

এ ঘটনায় ৯ জানুয়ারি মহানগর আওয়ামী লীগ ওই চার নেত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে। এরপর ১০ জানুয়ারি ওই চার নেত্রী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে একটি আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর