রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মোংলা বন্দরের চুরি বন্ধ করতে পুলিশকে খুলনা মেয়রের আলটিমেটাম

বাগেরহাট প্রতিনিধি

বিগত ২৫-৩০ বছরে মোংলা বন্দরে তেল, সার চুরি এবং বিদেশি জাহাজে ডাকাতি হয়নি জানিয়ে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, বর্তমানে চলমান চোরাকারবারি, ভূমিদস্যুতা, মাদককারবারি ও বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে। নইলে এলাকাবাসীকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধ্য হব। গতকাল বিকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে নির্বাচনোত্তর কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র আরও বলেন, পুলিশ প্রশাসনের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, নৌকার লোকজন কি শুধু মারই খাবে, যদি এলাকায় শান্তি না থাকে তাহলে প্রশাসন থাকার কোনো  যৌক্তিকতা নেই।

মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আ. রউফ, দফতর সম্পাদক অম্বরিশ রায়, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর