শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শব্দদূষণ বন্ধে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সুরক্ষিত শ্রবণ ও সুরক্ষিত জীবনের জন্য শব্দদূষণ বন্ধের দাবিতে বরিশালে লিফলেট বিতরণ এবং ক্যাম্পেইন করেছে শিশু স্বপ্ন নামে একটি সংগঠন। গতকাল বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা শব্দ দূষণ বন্ধের আহ্বান জানিয়ে পথচারী এবং যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে সংগঠনের সভাপতি চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন, সম্পাদক শোয়েব তালুকদার এবং  সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 শিশু স্বপ্নের সভাপতি সাইফুল্লাহ নবীন বলেন, স্কুল-কলেজ, হাসপাতাল কিংবা জনবহুল এলাকায় যানবাহনের হর্ন বাজানো নিষেধ। তবুও অহরহ হর্ন বাজানো হচ্ছে।

 শব্দ দূষণ সহনীয় মাত্রা অতিক্রম করেছে। শব্দ দূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করা উচিত। তা না হলে আগামী প্রজন্মের শিশুদের শ্রবণ সমস্যা প্রকট আকার ধারণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর