রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিন : প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, সামনে পবিত্র রজমান মাস। এ মাসে মুনাফালোভীরা যেন সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে নিয়ে না যায় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। ক্রয়সীমা যেন জনসাধারণের নাগালের মধ্যে থাকে সে দিকে গুরুত্ব দিতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় একথা বলেন সাবেক এ সংসদ সদস্য। এম এ আউয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রত্যাশা থাকবে নতুন মন্ত্রিসভা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর