রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রয়াণ দিবসে জাবিতে সেলিম আল দীনকে নিয়ে নানা আয়োজন

জাবি প্রতিনিধি

রবীন্দ্রোত্তরকালের বাংলা নাটকের শ্রেষ্ঠ নাট্যকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের ১৭তম প্রয়াণ দিবস আজ। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। জাবি ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাঁকে সমাহিত করা হয়। জাবিসূত্র জানান, এদিকে মহান নাট্যকারের প্রয়াণ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

সকাল ১০টায় সেলিম আল দীনের গান ও আর্ট ক্যাম্প এবং সাড়ে ১০টায় স্মরণযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১২টায় সেলিম আল দীন আলাপন ও দেড়টায় স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় সেলিম আল দীনের স্মরণে প্রদীপ প্রজ্বালন এবং ৬টা থেকে গান-নৃত্য-নাটক পরিবেশন করা হবে। সবশেষে মুক্তমঞ্চে সমাপনী বক্তব্য দেবেন অনুষ্ঠানের আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. সোমা মুমতাজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর