রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ড. ইউনূসের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। গতকাল ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন গণমাধ্যমকে বলেন, রায়ের অনুলিপি হাতে পেয়েছি। রায় পর্যালোচনা করা হচ্ছে। এ মাসের শেষদিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা হবে। শ্রম আইনে বলা আছে, রায়ের কপি পাওয়ার দুই মাসের মধ্যে আপিল করতে হবে। কিন্তু বিচারক এক মাসের মধ্যে দাখিল করতে বলেছেন। তিনি আরও বলেন, মামলার তথ্য-উপাত্তের সঙ্গে রায়ের কোনো মিল নেই।

অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলা হয়েছে; তাহলে কীভাবে বিচারে সাজা দেওয়া হলো- প্রশ্ন মামুনের। তাঁর মতে, রায়টি অত্যন্ত ত্রুটিপূর্ণ। রায়ে ন্যায়বিচার খণ্ডিত করে দিয়েছেন বিচারক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর