সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
প্রচণ্ড শীতে কাবু দেশ

ভিড় গরম কাপড়ের দোকানে

নাসিমুল হুদা

রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ জায়গায় গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। মৃদ্যু শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে কোথাও কোথাও। ঘন কুয়াশার কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, আরও কয়েকদিন অব্যাহত থাকবে এমন কনকনে শীত। এদিকে, শীতের তীব্রতা থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। নিজের ও পরিবারের জন্য শীতের কাপড় কিনছেন তারা। গতকাল দুপুরে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড ও কাঁটাবন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।  নিউ সুপার মার্কেট, মিরপুর রোডের নুরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, বাইতুল মামুর জামে মসজিদ মার্কেট, নূর ম্যানশন সুপার মার্কেটসহ সব মার্কেটেই শীতের কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এসব দোকানে ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের উপযোগী কাপড় পাওয়া যাচ্ছে। জ্যাকেট, সোয়েটার, উইন্টার কোট, ফুল হাতা টি-শার্ট, ব্লেজার, হুডি, চাদর, খাদির শাল, মাফলার, কানটুপি, হাত-পায়ের মোজা বিক্রি করছেন তারা। মার্কেটের দোকানের বাইরে রাস্তার ফুটপাতেও বসেছে অস্থায়ী গরম কাপড়ের দোকান। শীতের কাপড়ের পাশাপাশি ভালো বেচাকেনা চলছে লেপ-কম্বলের দোকানেও। রাজধানীর বিলাসবহুল বিপণিবিতানগুলোর চেয়ে এ এলাকায় পণ্যের দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারা ভিড় করেন এখানে। নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী আলমগীর মিয়া জানান, এখানকার অধিকাংশ ক্রেতা তরুণ বয়সের। তাদের কথা মাথায় রেখেই কাপড় সংগ্রহ করেছেন। কয়েকদিন ধরে অতিরিক্ত শীতের কারণে বেচাকেনাও ভালো। গ্রামে থাকা আত্মীয়-স্বজনের জন্য শীতের কাপড় কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, এখানে কাপড়ের দাম তুলনামূলক কম। তবে, দোকানদাররা দাম চান বেশি। তাই, দেখে শুনে কিনতে হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর