সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই সপ্তাহে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৪৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কনকনে শীতে খড়কুটো জ্বালিযে আগুন পোহাতে গিয়ে ৪৪জন দগ্ধ রোগীর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে রংপুরসহ আশপাশের জেলা উপজেলা থেকে এসব দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দগ্ধ অবস্থায় এই দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন  বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নাসরিন বেগম রংপুর নগরের তাজহাট এলাকার বাসিন্দা। এর আগের দিন শনিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা আমেনা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিট এবং সার্জারি, শিশু ও মহিলা ওয়ার্ডে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে অগ্নিদগ্ধ দুজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ ম আখতারুজ্জামান। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর