সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক  বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ৯৯টির। আর ১৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০২ পয়েন্টে উঠে এসেছে। প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৯৪ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে সাড়ে সাতশ’ কোটি টাকার বেশি  লেনদেন হলো। লেনদেন বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার। দিনভর কোম্পানিটির ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফের ৩২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৬৪টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ১৬ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর