সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আনসার-ভিডিপির জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করা হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক প্রধান অতিথি হিসেবে সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেন। আগামী ফেব্রুয়ারিতে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বাহিনীর মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও কেক কেটে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী, অন্যান্য উপ-মহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দসহ বাহিনীর সব স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। পরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‌্যালি একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর