মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরগুনার তালতলী উপজেলার এক সাংবাদিকের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রুহুল আমিন বাদী হয়ে গত রবিবার এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তালতলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান। অভিযুক্ত সাংবাদিক নাইম ইসলাম হাইরাজ তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোর গ্রামের বাসিন্দা এবং জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি। বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ২৭ নভেম্বর কালবেলা অনলাইনের ইউটিউব চ্যানেলে ‘অফিসকে সংসার বানিয়েছেন ভূমি কর্মকর্তা’ শিরোনামে ভিডিও সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ পরদিন নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন বিবাদী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বাদীর অভিযোগ, ভিডিওতে বিভিন্ন মানুষ আপত্তিকর নানা মন্তব্য করে। এতে তার মানসম্মান ক্ষুণ্ণ হয়। বাদী ওই ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে বিবাদী তা অস্বীকার করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর