বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অভয়নগরে ৮০০ টন কয়লা নিয়ে ডুবে গেছে কার্গো

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে ভৈরব নদে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে একটি কার্গো ডুবে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এমভি পূর্বাঞ্চল-৭ নামের ওই কার্গোটি ডুবে যায় বলে নিশ্চিত করেছেন কার্গোটির মাস্টার মফিজুর রহমান। ডুবে যাওয়ার সময় কার্গোটিতে থাকা কয়লার মূল্য আনুমানিক ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানা গেছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপ এই কয়লা আমদানি করে বড় জাহাজে মোংলা বন্দরে আনে। সেখান থেকে কার্গোতে অভয়নগরের নওয়াপাড়ায় নিয়ে আসে গত ৫ জানুয়ারি সন্ধ্যায়। আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, সোমবার রাত ১২টার দিকে ভাটার সময় জাহাজটিতে পানি উঠতে শুরু করে এবং ভোর ৩টার দিকে সেটি তলিয়ে যায়। প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা জগদীশ চন্দ্র মন্ডল জানান, ডুবে যাওয়া কার্গো থেকে কয়লা উদ্ধারের কাজ চলছে।

সর্বশেষ খবর