বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সাজার মেয়াদ পার হওয়া বিদেশি বন্দিদের তালিকা চেয়েছেন হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

সাজা ভোগ শেষেও বাংলাদেশের কারাগারে রয়েছেন, এমন বিদেশিদের তালিকা চেয়েছেন হাই কোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ মার্চের মধ্যে কারা-মহাপরিদর্শককে ওই তালিকা দিতে বলেছেন। ওই দিনই পরবর্তী শুনানি হবে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। সাজা ভোগ করার পরও কারাবন্দি রাখা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, আদালতের নির্দেশ মতো গোবিন্দ উড়িয়াসহ সাজাপ্রাপ্ত বিদেশি কারাবন্দিদের প্রত্যাবাসনের ব্যবস্থা না করার নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাই কোর্ট বেঞ্চ। এ ছাড়া বিদেশি কারাবন্দিদের সাজার মেয়াদ শেষে তাদের প্রত্যাবাসনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ করার নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সেটাও জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, কারা মহাপরিদর্শক, মৌলভীবাজার জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সাজা ভোগকারী বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে গত ১১ জানুয়ারি হাই কোর্টে এই রিট আবেদন করেন আইনজীবী বিভূতি তরফদার।

সর্বশেষ খবর