শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চেক প্রতারণা মামলা

ইভ্যালির রাসেলের জামিন

নিজস্ব প্রতিবেদক

চেক প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। ঢাকার মহানগর হাকিম মো. আলী হায়দার গতকাল শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন। ওই সময় রাসেল উপস্থিত থাকলেও তার স্ত্রী শামীমাকে আদালতে দেখা যায়নি। আদালতের সমনে হাজির না হওয়ায় সোমবার রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এ আদালত। তাদের গ্রেফতার করা গেল কি না, সে বিষয়ে ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। মামলার এজাহারে বলা হয়, ইভ্যালির গ্রাহক মো. তানভীর হোসেন ২০২১ সালের ১৩ মার্চ বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল কেনার জন্য কোম্পানিকে ২ লাখ ৪৫ হাজার টাকা দেন। কিন্তু কোম্পানি নির্ধারিত ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করেনি। ইভ্যালি পরে ওই বছর ১৩ সেপ্টেম্বর তানভীরকে ২ লাখ ৪৫ হাজার টাকার চেক দিলেও তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক তা ফিরিয়ে দেয়। সেই গ্রাহক উকিল নোটিস পাঠিয়েও টাকা ফেরত না পেয়ে গত বছরের ২২ ডিসেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর