বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছিন্নমূল সংবাদপত্র হকারদের কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

ছিন্নমূল সংবাদপত্র হকারদের কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

ঢাকা শহরের ছিন্নমূল সংবাদপত্র হকারদের মাঝে গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা শহরের ছিন্নমূল সংবাদপত্র হকারদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে উপস্থিত বিভিন্ন হকার সমিতির নেতৃবৃন্দের হাতে কম্বলগুলো বিতরণের জন্য তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, সিটি সুপারভাইজার রুস্তম আলী, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সুপারভাইজার বুলু, আরিফ, মাসুদ ও হোসেন মোল্লাসহ অন্য নেতৃবৃন্দ এবং বিট শ্রমিক ইউনিয়নের নেতা মো. রিয়াজ মামুন ও অন্য ছিন্নমূল হকাররা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে হকার সমিতির নেতারা বলেন, আমরা ঈদের সময় বসুন্ধরা গ্রুপ থেকে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি অনেক কিছুই পাই; শীতে কম্বল পাই। প্রতি বছর শীত এলে ছিন্নমূল হকাররা আমাদের কাছে কম্বলের কথা জানতে চান। প্রতিবারের মতো এ বছরও শীতে বসুন্ধরা আমাদের কম্বল দিয়েছে। এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতি বছর ঈদে হকারদের পোশাক দিই, শীতে কম্বল দিই, নানা রকম সাহায্য-সহযোগিতা করি। সব সময় চেষ্টা করি সংবাদপত্রসেবীদের পাশে থাকতে, যাদের কল্যাণে সংবাদপত্র মানুষের ঘরে ঘরে পৌঁছে। আজ সংবাদপত্র শিল্প কঠিন সময় পার করছে। আমাদের হকার, এজেন্ট, বিতরণকারীর মতো যারা সহযোদ্ধা আছেন, তাদের সঙ্গে একাত্ম না থাকলে আগামী দিনে সংবাদপত্র টিকিয়ে রাখা সম্ভব হবে না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সব সময় সংবাদপত্রসেবীদের পাশে ছিলেন, এখনো আছেন। তাঁর নির্দেশে প্রতি বছরের মতো এ বছরও হকারদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, হকারদের দুটি সমিতির নেতৃবৃন্দের কাছে কম্বলগুলো হস্তান্তর করেছি, যাতে প্রত্যেক হকার ভাইয়ের কাছে কম্বলগুলো পৌঁছে যায়। হকাররা আমাদের পত্রিকাগুলো কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। বসুন্ধরা গ্রুপ সব সময়ই হকারদের পাশে দাঁড়িয়েছে। আমরা মিলেমিশে কাজ করি এবং তাদের পরিবারের অংশ মনে করি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাদের প্রতি একটা বিশেষ নজর রাখেন। যে কারণে আমরা প্রতি বছর, প্রতিটি উপলক্ষে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ ছাড়াও বসুন্ধরার পক্ষ থেকে সারা দেশের শীতার্ত মানুষের মাঝে লাখ লাখ কম্বল বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর