শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পুরান ঢাকার ফ্ল্যাটে মিলল গৃহকর্মীর লাশ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে সুজনা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় লালবাগের সুবল দাস লেনের ৬৩ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

গতকাল লালবাগ থানার এসআই রাশেদুল ইসলাম জানান, সুজনার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। বাবার নাম আবু বক্কর সিদ্দিক, মা সাবিনা ইয়াসমিন। ছয় মাস ধরে সে লালবাগের ওই বাড়িতে ষষ্ঠ তলায় গৃহকর্তা তানভীরের বাসায় কাজ করছিল। মঙ্গলবার রাতে ওই বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজনার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর