শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদন

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের ডাকনাম কমল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। ছাত্রদল আজ রাজধানীতে র‌্যালি করবে। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র‌্যালির কর্মসূচি রয়েছে। এ ছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও তার অঙ্গসহযোগী এবং পেশাজীবী সংগঠনগুলো আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে।

গতকাল রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক বাণীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করেন।

সর্বশেষ খবর