শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকার পরিবেশ নিয়ে শঙ্কিত : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাতাস নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি পরিবেশ অধিদফতরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাই কোর্ট। আদালত বলেছেন, দেশের নদীগুলো দূষিত, বাতাস দূষিত। ঢাকার অবস্থা আরও খারাপ। আমরা শঙ্কিত। গতকাল ইটভাটা সংক্রান্ত এক আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ।

পরিবেশ অধিদফতরের আইনজীবীকে উদ্দেশ করে আদালত প্রশ্ন রাখেন, পরিবেশ অধিদফতর দূষণ বন্ধে কোনো ভূমিকা রাখতে পারছে না। সুতরাং এ দফতরটির আদৌ কি প্রয়োজন আছে?

গণমাধ্যমে ‘বিক্রি হচ্ছে ইটভাটার ছাড়পত্র’ শীর্ষক একটি প্রতিবেদনের অভিযোগ তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গতকাল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

সর্বশেষ খবর