শিরোনাম
শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে আমনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা

লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হয়নি আমন সংগ্রহ

ইমরান এমি, চট্টগ্রাম

চট্টগ্রামে এবার আমনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের দেড় মাস পার হলেও লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হয়নি। বাকি দেড় মাসে পূরণ হবে কি না সন্দেহ। এর আগে আউশ ও বোরো মৌসুমেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাইরে ভালো দামে কৃষক ধান ও চাল বিক্রি করতে পারে, যার কারণে সরকারি প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক। ফলে আমাদের যে লক্ষ্য, কৃষকের ভালো দাম প্রাপ্তি নিশ্চিত করা, তাতে আমরা সফল।’ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, ‘সরকার যে লক্ষ্যে ধান ও চাল সংগ্রহ করছে সে ক্ষেত্রে আমরা সফল হচ্ছি। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আমরা ব্যর্থ নই। কৃষক যে ভালো দাম পাচ্ছে তাতেই আমাদের সন্তুষ্টি। তবে আমাদের যে লক্ষ্যমাত্রা তাতে আতপ চাল নিয়ে শঙ্কা থাকলেও সেদ্ধ চালের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে। কারণ সেদ্ধ চাল সংগ্রহ হয় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে। এ দুই এলাকায় অটো মিল রয়েছে, আতপ চাল হাতের মিলে করার কারণে আমাদের যে কোয়ালিটি তা কৃষক মেইনটেন করতে পারে না। যার কারণে অনেক সময় কৃষক চাল নিয়ে এলেও আমরা নিতে পারি না।’ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানান, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৭৩৫ মেট্রিক টন। বিপরীতে গত দেড় মাসে সংগ্রহ হয়েছে মাত্র ১ হাজার ৪৩৪ মেট্রিক টন। আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ২৮ মেট্রিক টন, সংগ্রহ হয়েছে ৬ হাজার ৫৩৬ মেট্রিক টন। সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৬৪৬ মেট্রিক টন, সংগ্রহ হয়েছে ৩০ হাজার ৮৮১ মেট্রিক টন। ২৩ নভেম্বর সারা দেশে আমন সংগ্রহ শুরু হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার তিনটি সিএসডি গুদাম ও ১০৫ উপজেলায় ১১০টি গুদামে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ।

জানা যায়, চলতি আমন মৌসুমে সারা দেশে মোট ৭ লাখ টন চাল ও ধান কিনবে সরকার। এর মধ্যে ২ লাখ টন ধান ও ৫ লাখ টন চাল। এর মধ্যে ৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল ৪৩ টাকা কেজি দরে কেনা হবে। আর ২ লাখ টন ধান কেনা হবে ৩০ টাকা কেজি দরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর