শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সব সংকটের সমাধান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন : বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, একতরফা প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে। সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশে সৃষ্ট সংকটের একমাত্র সমাধান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি, শিক্ষা সিলেবাস থেকে বিতর্কিত অধ্যায় বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গতকাল বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজিজী ও পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী। বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে স্থানীয় সুরমা টাওয়ারের সমনে এসে শেষ হয়।

ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবর্ষিকী : সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মুজাম্মিল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ খালেদ সাইফুল্লাহ। সংগঠনের সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর