শিরোনাম
শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভরা মৌসুমেও চড়া সবজির বাজার

মাছ, মাংস মুরগির দামও বাড়তি

নিজস্ব প্রতিবেদক

ভরা মৌসুমেও চড়া সবজির বাজার

অন্যান্য বছর শীতকালে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও এবার এর চিত্র পুরোটাই উল্টো। শীতের ভরা মৌসুমেও সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি রয়েছে। সবজির পাশাপাশি সব ধরনের মাছ, মাংস, মুরগির দামও বাড়তি। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চড়া দামের চিত্র দেখা গেছে। রাজধানীর মালিবাগ বাজারে গতকাল প্রতি পিস ফুলকপি ৫০ টাকায় ও প্রতি পিস বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি বেগুন ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ১০০ থেকে ১২০ টাকা, শালগম ৫০ টাকা ও মুলা ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি ঝিঙা ৮০ টাকা, করল্লা ৮০ থেকে ১০০ টাকা, ক্ষিরা ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, সাধারণ শিম ৬০ টাকা, আর বিচিওয়ালা লাল শিম ৮০ থেকে ১০০ টাকা, লাল আলু ৭০ টাকা, গাজর ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা ও ব্রুকলি প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আকস্মিকভাবে কমে যায় গরুর মাংসের দাম। সেই সময় দাম কমে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ৬০০ টাকায়। পরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর প্রতি কেজি গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করা হয়। তবে, বাজারে এ নির্দেশনা মানার কোনো বালাই নেই। বর্তমানে দাম বাড়িয়ে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। এছাড়া, প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকায়। বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর প্রতি কেজি কক ও লেয়ার ৩১০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাছের বাজারে প্রতি কেজি পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি কেজি তেলাপিয়া মাছ ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ আকার ভেদে ৪৮০ থেকে ৫৫০ টাকা, রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩২০ টাকা, চাষের কই ৩০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৬৫০ টাকা, ছোট টেংরা মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ৮০০ টাকা ও শোল মাছ ৮৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হানিফ মাহমুদ বলেন, অন্যান্য বছর শীতের সময় সব ধরনের সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা কেজি থাকে।  তবে এ বছর ভরা মৌসুমে সব ধরনের সবজি কিনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।

 সাধারণ ক্রেতাদের জিম্মি করে ভরা মৌসুমেও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এতে করে সবচেয়ে সমস্যায় পড়েছে আমাদের মতো নিম্ন আয়ের এবং সাধারণ ক্রেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর