রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
পুলিশ সদর দফতরে ব্যবসায়ীদের অভিযোগ

গুলিস্তানের তিন মার্কেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে শত কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে তিন মার্কেট থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ সদর দফতরে লিখিত অভিযোগ করেছেন ওইসব মার্কেটের ব্যবসায়ীরা।

গতকাল জুবায়ের আহমেদ, লিটন হোসেন ও রমজান হোসেন নামে তিন ব্যবসায়ীর স্বাক্ষরে লিখিতভাবে এসব অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ‘গুলিস্তানে ফুলবাড়িয়ার এ সিটি প্লাজা, বি নগর প্লাজা ও সি জাকের সুপার মার্কেট থেকে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বিএনপি নেতা ফিরোজ আহমেদ। তিনি ওই তিন মার্কেটে অবৈধভাবে দখল করে ২০ বছর ধরে সরকারি মার্কেটের ভবনের মূল নকশা কাঠামো ভেঙে নিয়ম বহির্ভূতভাবে ফ্লোরের চলাচলের জায়গা, নামাজের জায়গা, লিফট ও বাথরুমের জায়গা সংকীর্ণ করে এবং মার্কেটের চারপাশের উন্মুক্ত জায়গায় অবৈধভাবে আনুমানিক ১ হাজার ৪০০টি দোকান নির্মাণ করেন। তিনি প্রতি দোকান ৪০-৫০ লাখ টাকা করে বিক্রি করেছেন।

এখান থেকে তিনি প্রায় ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনটি মার্কেটের বেইজমেন্টে নামজারির নামে প্রতি দোকান থেকে ৬-৭ লাখ টাকা করে ২০০ দোকান থেকে আরও আনুমানিক ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন’।

সর্বশেষ খবর