রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ছয় স্বাস্থ্য কেন্দ্র বন্ধের নির্দেশ চার মালিককে জরিমানা

প্রতিদিন ডেস্ক

বৈধ কাগজ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের চার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। অন্যদিকে, যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ ও চারটি ক্লিনিকের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর-

চট্টগ্রাম : নগরীর বিভিন্ন এলাকায় গতকাল অভিযান চালিয়ে অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, নিউ চাঁদের আলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ন্যাশনাল চক্ষু হাসপাতাল বন্ধের নির্দেশ দেন। ন্যাশনাল চক্ষু হাসপাতালের বৈধ কাগজপত্র ছিল না, নিউ চাঁদের আলো হসপিটালের লোকজন অসৌজন্যমূলক আচরণ করেন, সেবা ডেন্টালের ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট ছিল না ও অগ্রণী ল্যাবের লাইসেন্স ছিল না।

যশোর : যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে বন্ধ করা ক্লিনিক দুটি হলো নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল। এ ছাড়া বিভিন্ন অভিযোগে চার হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সর্বশেষ খবর