সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সমর্থন পেতে দেশে দেশে ধরনা দিচ্ছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সমর্থন পেতে দেশে দেশে ধরনা দিচ্ছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার যে কোনো উপায়ে বিদেশি   রাষ্ট্রের সমর্থন জোগাড় করতে দেশে দেশে ধরনা দিয়ে মিনতি করছে। ডামি ভোটের নকল সরকার হীনমন্যতায় ভুগছে। কিন্তু ধরনা দিয়ে অভিনন্দন বার্তা আনা দেশের জন্য সম্মানজনক নয়। লুটের টাকায় ক্রয়কৃত অভিনন্দনের মাধ্যমে বৈধতা পাওয়ার চেষ্টা বড় হাস্যকর। গতকাল নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগের একদলীয় পাতানো নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। ভোট কেন্দ্রে না যাওয়াটাই সেটির প্রমাণ। জনগণ এই নির্বাচন, এই অবৈধ সংসদ কখনো মেনে নেবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে এই ডামি সরকারের পতন ঘটাবে। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের চরম ঊর্ধŸগতিতে দিশাহারা সাধারণ মানুষ। এ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই শেয়ারবাজার লুট করে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আসাদুল করিম শাহিন, আমিনুল ইসলাম, অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর