শিরোনাম
সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিন মুক্ত করতে প্রতিবাদ করতে হবে

----- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ফিলিস্তিন মুক্ত করতে বিশ্বের মুসলিম দেশগুলোকে নীরবতা ভেঙে প্রতিবাদ করতে হবে। গতকাল সিলেট আলিয়া মাদরাসা মাঠের ভিআইপি লাউঞ্জে হুরমতে আকসা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, মুসলিম দেশগুলোর নীরবতার কারণে ফিলিস্তিন মুক্ত হচ্ছে না। তাদের উচিত নীরবতা ভেঙে কঠোর প্রতিবাদ করা। ফিলিস্তিনের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলা। মুসলিম সরকারগুলোর কাছে কঠোরভাবে এ দাবি তোলা, আপনারা এ যুদ্ধে নীরবতার ভান ধরে বসে থাকবেন না বরং হামাসসহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসুন।

জাতীয় উলামা মাশেয়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে হাফেজ মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম ও জেলা সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন এবং নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন চট্টগ্রাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর