মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র পেলেন পটুয়াখালীর শীতার্তরা

পটুয়াখালী প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র পেলেন পটুয়াখালীর শীতার্তরা

পটুয়াখালীতে গতকাল ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ। জেলার তিন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। -বাংলাদেশ প্রতিদিন

পটুয়াখালীতে ১ হাজার শীতার্ত মানুষ পেলেন বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র কম্বল উপহার। জেলার তিন এলাকায় গতকাল কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার পৌর শহরের হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ মাঠে বেলা ১১টায়, বাউফল উপজেলার পৌর শহরে বিকাল ৩টায় এবং বাউফলের বগি এলাকায় নদীতে ভাসমান জনগোষ্ঠীর মধ্যে বিকাল ৫টায় কম্বল বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।

পটুয়াখালী সদর : পটুয়াখালী সদর উপজেলার পৌর শহরের হাজী আক্কেল আলী কলেজ মাঠে ৫০০ দুস্থ ও গরিব মানুষের মধ্যে বেলা ১১টায় কম্বল বিতারণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে সারা দেশে তাদের পরিচিতি গড়তে সক্ষম হয়েছে। পিছিয়ে পড়া মানুষের পাশে যেভাবে বসুন্ধরা শুভসংঘ দাঁড়িয়েছে তাতে সমাজ পরিবর্তনে এ সংগঠনটি দৃষ্টান্ত স্থাপন করবে অচিরেই। শুধু পটুয়াখালী নয়, দেশব্যাপী এটি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বসুন্ধরা শুভসংঘ এগিয়ে যাচ্ছে। আমি এ সংগঠনটিসহ বসুন্ধরা গ্রুপের সাফল্য কামনা করছি।’ পটুয়াখালী জেলা পরিষদের সভাপতি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটি অসহায় মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করছে। এ সংগঠনের উপদেষ্টা হিসেবে আমি গর্বিত।’ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী শাখার সভাপতি রাশেদুল রাশেদ, সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন দিলীপ ও কামরুন্নাহার জেসমিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস ও রুদ্র মুহম্মদ জাহিদুল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা মণি এবং সাধারণ সম্পাদক ইসরাত জাহান এপি উপস্থিত ছিলেন। বাউফল : বিকাল ৪টায় পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর শহরের পাবলিক মাঠে ৪৩০ এবং তেঁতুলিয়া নদী তীরবর্তী বগি এলাকায় ভাসমান দুস্থ ৭০টি মান্তা পরিবারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাউফল পাবলিক মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। এ সময় তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রশংসনীয় কাজ করে অল্পদিনে দেশজুড়ে সাড়া ফেলেছে বসুন্ধরা শুভসংঘ। আমাদের সম্পদ সীমিত; কিন্তু জনসংখ্যা অধিক। দেশে অনেক ধনাঢ্য শিল্প গ্রুপ রয়েছে সবাই বসুন্ধরা গ্রুপের মতো এগিয়ে এলে সরকারের কাজ করতে অনেক সুবিধা হতো। আপন মহিমায় এগিয়ে যাক বসুন্ধরা শুভসংঘ। তাদের জন্য শুভ কামনা।’ অনুষ্ঠানে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন উপস্থিত ছিলেন। বৃদ্ধ কালিপদ সাহা বলেন, ‘বাবা একটা কম্বল আমার অনেক উপকার হয়েছে। এবার শীতে বড় কষ্টে আছিলাম। যারা কম্বল দেছে গরিবের পাশে এভাবেই তারা সব সময় থাকুক।’ গতকাল বসুন্ধরা শুভসংঘের কম্বল উপহার পেয়ে এভাবেই নানা অভিমত ব্যক্ত করেন দুস্থ শীতার্ত মানুষরা। শীতবস্ত্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মু. হুমায়ুন কবির, উপদেষ্টা প্রভাষক এ এস এম এনামুল হক, ডা. এ এস এম সায়েম, মো. কামরুজ্জামান খান ফিরোজ, প্রভাষক মো. অহিদুজ্জামান সুপন ও কৃষিবিদ প্রভাষক সুইন আহম্মেদ। বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা কমিটির সভাপতি মো. মারনুচ তালুকদার, সাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ আরিফ, সহসভাপতি মো. কামরুল হাসান, মো. আরিফুর রহমান জুলহাস, মো. রেজাউল, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাত হোসেন জিসান ও খায়রুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক মো. সাহেদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ সাইফুজ্জামান সাইফুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌ দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক সানজানা খান সিথী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক রাকিবা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুকাইয়া ইসলাম পায়েল, ক্রীড়া সম্পাদক মো. কাইমুর রহমান খান সবুজ, ধর্মবিষয়ক সম্পাদক মো. মুদাচ্ছির। সদস্য মো. তানভির হোসেন, মো. রাকিবুল হাসান, মো. ইলিয়াস, মো. মুবিন মোল্লা, মো. জোবায়ের হোসেন, মো. অপু খান, ইব্রাহিম হাসান, মো. জাহিদুল ইসলাম, মো. রিফাত গাজী, সীমান্ত, মো. রবিউল, মো. আবদুর রহমান (ইব্রাহিম মুন্সী), রমেন চন্দ্র দাস ও মো. ফয়সাল সিকদার। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান তার নেতৃত্বে ঢাকা থেকে একটি দল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর