শিরোনাম
মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নাঙ্গলকোটে ৩ সহস্রাধিক শীতার্তের মাঝে নঈম নিজামের কম্বল বিতরণ

লাকসাম প্রতিনিধি

নাঙ্গলকোটে ৩ সহস্রাধিক শীতার্তের মাঝে নঈম নিজামের কম্বল বিতরণ

কুমিল্লার নাঙ্গলকোটে এতিমখানার ৩ সহস্রাধিক অসহায়, দুস্থ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করেছেন নঈম নিজাম -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার নাঙ্গলকোটে ৩ সহস্রাধিক অসহায়, দুস্থসহ এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব নঈম নিজাম। গতকাল সকালে তিনি উপজেলার গোহারুয়া গ্রামে কম্বল বিতরণের এ কার্যক্রম শুরু করেন। এরপর দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় ও এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে সারা দেশের মতো নাঙ্গলকোটেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতে অসহায়, দুস্থ মানুষের পাশাপাশি এতিমখানার শিক্ষার্থীরা বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সাংবাদিক নঈম নিজাম নাঙ্গলকোটে কম্বল বিতরণের উদ্যোগ নেন। তিনি এদিন উপজেলার বিভিন্ন স্থানে ৩ সহস্রাধিক অসহায়, দুস্থ ও এতিম শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় এলাকার সামাজিক, রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে ভীষণ খুশি অসহায়, দুস্থ ও এতিম শিক্ষার্থীরা। এলাকাবাসীও সাংবাদিক নঈম নিজামের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এ সময় নঈম নিজাম বলেন, ‘হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশ। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। নাঙ্গলকোটে শীতার্ত অসহায়, হতদরিদ্র মানুষ ও এতিম শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম্বল বিতরণ করেছি। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর