মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিলেটে দগ্ধ দুজনকে ঢাকায় আনা হয়েছে, তদন্ত কমিটি গঠন

ফিলিং স্টেশনে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ফিলিং স্টেশনে দুর্ঘটনায় দগ্ধ হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে দুজনকে গতকাল ঢাকায় পাঠানো হয়েছে। গত রবিবার বিকাল ৫টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার নর্থ-ইস্ট পেট্রল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা ওই ফিলিং স্টেশনের পাশে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন। অগ্নিদগ্ধরা হলেন- নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মো. মতি মিয়া (৬০) ও রজনীচন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)। দগ্ধদের মধ্যে মতি মিয়া ও মনতাজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নর্থ-ইস্ট পেট্রল পাম্পের পাশে সিটি করপোরেশনের একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বিকালে একটি ট্যাংকলরি জ্বালানি তেল নিয়ে আসে। জ্বালানি তেল ট্যাংকে আনলোড করার সময় হঠাৎ করে ট্যাংকলরির নিচে আগুন ধরে যায়।

একই সময় নির্মাণাধীন ড্রেনের একটি পাইপেও আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হন। ওসমানী হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আবদুল মান্নান জানান, আহতদের প্রত্যেকের হাত-পা ও মুখ পুড়েছে। মুখ পোড়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. ফরহাদ মোহাম্মদ হাওলাদার, জালালাবাদ গ্যাস লিমিটেডের জিএম (অপারেশন) ইঞ্জিনিয়ার সারওয়ার জাহান মাহমুদ। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর