মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি ড. মোশাররফ

সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল স্থানীয় সময় সকাল ৬টায় তিনি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো বিভাগে নিয়ে তাঁকে ভর্তি করা হয়। এর আগে রবিবার মধ্যরাতে তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সঙ্গে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।  খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির জানান, সম্প্রতি ব্রেন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয় খন্দকার মোশাররফ হোসেনের। ফলে বেশ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। আর ব্রেনের বহিরাংশে এখনো ‘মেনিনজিওমা’ নামের টিউমার রয়েছে, যা সংকুচিত হয়নি পুরোপরি। বিএনপির এই সিনিয়র নেতাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর