মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই মন্ত্রীকে প্রধান করে চার মন্ত্রিসভা কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর গুরুত্বপূর্ণ চার মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো- আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটির চেয়ারপারসন এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকল্প চেয়ারপারসন হয়েছেন। গতকাল এসব কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সংক্রান্ত পূর্বের কমিটি বাতিল করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ সদস্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া, ১২ সদস্যের জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বায়ক করে ১৩ সদস্যের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর