মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিএনপি মর্যাদা ও শক্তিমত্তার সঙ্গে টিকে আছে : নজরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে থাকা বিএনপি এখনো মর্যাদা ও শক্তিমত্তার সঙ্গে টিকে আছে। জাতীয়তাবাদী শক্তির কলেবর ক্রমশ বাড়ছে। এটিই শহীদ জিয়াউর রহমানের কৃতিত্ব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীন সরকারের জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। তারা নির্লজ্জের মতো জিয়াউর রহমানকে নিয়ে অযাচিত মন্তব্য করছেন। ঋণ দিয়ে জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প চালু করেছিলেন। বেকারত্ব দূর করতে নানা কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ১৯৭৬ সালে মধ্যপ্রাচ্যে ১৬ হাজার কর্মী পাঠিয়ে তিনি প্রথম প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংবাদিক কাদের গণি চৌধুরী, জেড রিয়াজ উদ্দিন নসু, সিরাজুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর