বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এজলাস থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী এ রিট করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। ১০ জন আইনজীবী হলেন- জি এম মুজাহিদুর রহমান, মুহাম্মদ মিসবাহ উদ্দিন, মো. জোবায়দুল ইসলাম, মোহাম্মদ নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ সাজ্জাদ সারোয়ার, মো. মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিজানুল হক ও আবদুল্লাহ সাদিক। এ বিষয়ে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে এ ধরনের লোহার খাঁচা অতীতে ছিল না। বর্তমানে প্রায় শতাধিক আদালতে এ ধরনের খাঁচা বিদ্যমান।

অযথা এই খাঁচা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সঙ্গে নিষ্ঠুর অমানবিক ও বর্বর আচরণ করা হচ্ছে।

আবেদনে আদালতকক্ষে লোহার খাঁচা স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিদ্যমান লোহার খাঁচা অপসারণ করে কাঠের ডক কেন প্রতিস্থাপন করা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এর আগে গত বছরের ১৬ অক্টোবর লোহার খাঁচা অপসারণে ১০ আইনজীবীর পক্ষে আইনি নোটিস পাঠানো হয়েছিল। নোটিসের জবাব না পেয়ে এই রিট দায়ের করা হয়।

সর্বশেষ খবর