বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভোজ্য তেল চিনি খেজুরের শুল্ক কমাতে বাণিজ্যের চিঠি

নিজস্ব প্রতিবেদক

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভোজ্য তেল, চিনি ও খেজুর এই তিন পণ্যের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে ভোজ্য তেলের ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো, চিনির রেগুলেটরি ডিউটি (আরডি) কমানো এবং খেজুরের আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোজ্য তেলে আমদানি শুল্ক নাই। শুধু ভ্যাট আছে ১৫ শতাংশ। আমরা তা থেকে ৫ শতাংশ করার সুপারিশ জানিয়েছি। এ ছাড়া চিনির ওপর বিভিন্ন ধরনের শুল্ক আরোপ আছে। সেখান থেকে রেগুলেটরি ডিউটি কমানোর সুপারিশ করা হয়েছে। আর খেজুরের ক্ষেত্রে শুধু কম দামি খেজুর যেটি সাধারণ মানুষ খায়-তার আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পাঁচ মন্ত্রীর বৈঠকের পর সোমবার শুল্ক প্রত্যাহারে এ চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। ওই সভায় যেসব কৌশল গ্রহণ করা হয়েছিল তার একটি ছিল আন্তর্জাতিক পণ্যের আমদানি শুল্ক হ্রাস করা।

জানা গেছে, অপরিশোধিত চিনির ক্ষেত্রে ৩০ শতাংশ রেগুলেটরি ডিউটি পরিশোধ করতে হয়। এর ফলে চিনির দাম কেজিপ্রতি বেড়ে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া ভোজ্য তেলে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং বিপণন পর্যায়ে ৫ শতাংশ শুল্ক রয়েছে। ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো উৎপাদন ও বিপণন পর্যায়ে শুল্ক অব্যাহতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল।

সর্বশেষ খবর