বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলেন এমপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর নওহাটা বাজারে যানবাহনে চাঁদাবাজি হাতেনাতে ধরলেন স্থানীয় এমপি আসাদুজ্জামান আসাদ। গতকাল সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তিনি অটোরিকশা, সিএনজি ও ভটভটিতে চাঁদা আদায় করতে দেখে গাড়ি থামান। স্থানীয়দের সঙ্গে কথা বলে চাঁদাবাজির বিষয়ে অবগত হন। সেখান থেকেই এমপি আসাদ পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেনকে ফোন করে দ্রুত এ চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন। এর পরপরই স্থানীয় থানা পুলিশ এ কার্যক্রম বন্ধ করে দেয়। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আসাদুজ্জামান আসাদ গতকাল সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে মোহনপুর যাচ্ছিলেন। এ সময় নওহাটা ব্রিজের পাশে সিএনজি, অটোরিকশা ও ভটভটি থেকে চাঁদা তুলতে দেখেন। আসাদুজ্জামান সেখানে নেমে এলে স্থানীয়রা চাঁদাবাজি নিয়ে অভিযোগ করেন। তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে এখানে জোর করে টাকা আদায় করে আসছে। স্থানীয় এক অটোচালক বলেন, ‘টাকা না দিলে তারা মারধর করে।’ তারা এজন্য এমপির সহযোগিতা চান। এর পরই এমপি স্থানীয় পুলিশ কর্মকর্তাকে ফোন করে এগুলো বন্ধের নির্দেশ দেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সকালে স্থানীয় এমপি ফোন করেছিলেন। আসলে এটি চাঁদাবাজির ঘটনা নয়। তারা লাইন ধরে সিরিয়ালের জন্য নিজেরাই লোক রেখেছে। প্রত্যেককে ১০ টাকা করে দিতে হয়। তার পরও যেহেতু এমপি নির্দেশ দিয়েছেন, রাস্তায় কাউকে টাকা তুলতে দেওয়া হবে না। আমি নিষেধ করে দিয়েছি। আর কেউ টাকা নেবে না।’

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। সেখানে দেখি টাকা তোলা হচ্ছে। আমি অটো ও সিএনজি চালকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে, জোর করে টাকা নেওয়া হচ্ছে। আমার এলাকায় কোনো চাঁদাবাজি হবে না। তাই আমি তা নিষেধ করেছি। পাশাপাশি ওসিকে নির্দেশ দিয়েছি যাতে এমন ঘটনা আর না ঘটে। আশা করছি চালকদের আর কাউকে চাঁদা দিতে হবে না।’

সর্বশেষ খবর