বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফ্রিল্যান্সিং শেখানোর নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

ঘরে বসে টাকা উপার্জনের জন্য এখন খুব জনপ্রিয় একটি পেশার নাম ফ্রিল্যান্সিং। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স করানোর নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে কিছু প্রতিষ্ঠান প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে সরলমনা মানুষের কোটি কোটি টাকা। তেমনই একটি প্রতিষ্ঠান ‘আপস্পট অ্যাকাডেমি’। গত দুই বছরে প্রায় ৩০০ জন করে ১৫৬টি ব্যাচের প্রশিক্ষণ ক্লাসের নামে তারা এসব টাকা হাতিয়ে নেয়। পরে ‘ইনফরম এন্টি টেররিজম ইউনিট-এটিইউ’ অ্যাপের মাধ্যমে ভুক্তভোগী মো. রাহিম মণ্ডল এ বিষয়ে অভিযোগ করলে তাকে স্থানীয় আশুলিয়া থানায় মামলা করার পরামর্শ দেয় ‘এটিইউ’। তারই পরিপ্রেক্ষিতে প্রতারণায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতাররা হলেন- শামীম আহম্মেদ, জাহিদুল ইসলাম, মাহিদুল হক মাহাদী, মো. আশরাফুল ইসলাম, এহসান মাশফী ও রনি সরদার। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি এসএসডি কার্ড, ৪টি হার্ডডিস্ক, ৪টি ট্যাব, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গতকাল এটিইউ সাংবাদিকদের জানায়, গ্রেফতারকৃতরা ‘আপস্পট অ্যাকাডেমি’ নামে ফেসবুক পেজে ঘরে বসেই দিনে ১০ থেকে ৪০ ডলার আয়ের চটকদার বিজ্ঞাপন দেন। এর সঙ্গে বিভিন্ন ভুয়া রিভিউও পোস্ট করা হয়। ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য ৩০০ জন করে লোক নেওয়ার বিজ্ঞাপনে প্রচার করেন তারা। ফ্রি কোর্স আর রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও বলে দেওয়া হয়। এরপর আগ্রহীদের জুম লিংকের মাধ্যমে অনলাইন ক্লাসে যুক্ত করে সিপিএ মার্কেটিংয়ের মাধ্যমে বিপুল টাকা আয়ের কথা বলা হয়। বিভিন্ন ‘প্রিমিয়াম রাশিয়ান সফটওয়্যার টুলসের’ কথা বলে বিকাশের মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছ থেকে আড়াই হাজার টাকা করে চাওয়া হয়। এই টাকা পরিশোধ করলেই কেবল ক্লাসে যুক্ত হওয়া যাবে বলে জানানো হয়। আগ্রহীরা টাকা দিলে সিপিএ মার্কেটিংয়ের ওপর তাদের দায়সারা কিছু রেকর্ডেড ও লাইভ ক্লাস করানো হয়। এরপর প্রিমিয়াম টুলসের কথা বলে টাকা নিলেও সেসব টুলস তাদের সরবরাহ করা হয়নি। এর বদলে কিছু ফ্রি সফটওয়্যার সরবরাহ করে তারা, যা দিয়ে কোনো আয় করা যায় না।

সর্বশেষ খবর