শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রংপুর যাচ্ছেন জাপার এমপিরা, তৃণমূলে চাঙাভাব

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। নির্বাচিত জাতীয় পার্টির ১১ এমপি ২৮ জানুয়ারি রংপুরে আসছেন। তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কবর জিয়ারত করবেন। এর পরে তারা ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনে যোগ দেবেন। এ ছাড়াও ঢাকা উত্তরের জাতীয় পার্টির নবনির্বাচিত নেতা-কর্মীরাও আসবেন। তারাও এরশাদের কবর জিয়ারত করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাপার সদস্য সচিব।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেয়। এর   মধ্যে রংপুর বিভাগে ৯টি আসনে আওয়ামী লীগ নৌকা মার্কার কোনো প্রার্থী দেয়নি। ৯টি আসনের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন তিনটিতে। রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের, ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ এবং কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। বাকি ৬টি আসনের কোনোটিতেই জাতীয় পার্টি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। রংপুর-১ গঙ্গাচড়া, পীরগঞ্জসহ বেশ কয়েকটি আসনে জামানতও হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনের পর থেকে জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা এক প্রকার ঝিমিয়ে রয়েছেন। জাতীয় পার্টির ১১ এমপি রংপুরে আসার ঘোষণায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে চাঙাভাব লক্ষ্য করা গেছে।

রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আবদুর রাজ্জাক বলেন, ২৮ জানুয়ারি নির্বাচিত ১১ এমপি রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে সংসদে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়াও ঢাকা উত্তরের নবনির্বাচিত নেতাদের আসার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর