শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেশে ইসলামবিরোধী কোনো আইন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকার ইতিপূর্বে ইসলামবিরোধী কোনো আইন পাস করেনি, ভবিষ্যতেও করা হবে না। তাছাড়া ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে পরিচয় দেওয়া কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেওয়া- সরকার এর বৈধতা দেবে না। যেটা ইসলামে হারাম, সেটাকে আমিও হারাম মনে করি এবং প্রধানমন্ত্রীও হারাম মনে করেন। কাজেই ট্রান্সজেন্ডার বিষয়ে সংসদে কোনো আইন পাস হবে না। গতকাল ঢাকার যাত্রাবাড়ীতে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। গতকাল বাদ জোহর মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের বয়ানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর