শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নওগাঁয় বসুন্ধরার কম্বল বিতরণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বসুন্ধরার কম্বল বিতরণ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নওগাঁর নিয়ামতপুরে আরও কয়েক শ হতদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে এ দরিদ্রদের মুখে। গতকাল বিকালে নিয়ামতপুর উপজেলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কয়েক শ গরিব ও হতদরিদ্রের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম। এ সময় তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ যে কোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহামারি করোনার সময় বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রম মনে রাখার মতো। তারা হাসপাতাল নির্মাণ করে সাধারণ জনগণের চিকিৎসাসেবার ব্যবস্থা করেছিল।

তিনি আরও বলেন, নিয়ামতপুরে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। শুধু তাই নয়, নিয়ামতপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বসুন্ধরা গ্রুপকে আমরা পাশে পেয়েছি। প্রতি বছরের মতো এবারও তারা নিয়ামতপুরে হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করল। কম্বল নিতে নিয়ামতপুরের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় করেন বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ। কম্বল পেয়ে খুশি ৮০ বছর বয়সী আকলিমা খাতুন। তিনি বলেন, এখন অনেক শীত পড়ে। শীতবস্ত্রের অভাবে রাতে অনেক কষ্ট করেছি। এ কম্বল পেয়ে একটু আরামে ঘুমাতে পারব। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবারকে ভালো রাখেন। স্থানীয় বাসিন্দারা বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ সমাজের অন্য বিত্তবানদের জন্য অনুকরণীয়। বসুন্ধরার এ মহৎ উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ ছাড়া উপজেলা সদর ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে পর্যায়ক্রমে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর