শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোলায় গ্যাস সংযোগ কাজের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

ভোলা প্রতিনিধি

ভোলায় গ্যাস সংযোগ কাজের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

ভোলা বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকাল সংযোগ লাইন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চট্টগ্রামের পর বড় বন্দর হতে পারে ভোলায়। কারণ এখান একদিকে যেমন নদীপথ রয়েছে অন্যদিকে আছে সড়ক পথ। ভোলায় প্রাপ্ত প্রকৃতিক গ্যাস কাজে লাগিয়ে সার কারখানা করা যায় কি না খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের টিম নিয়ে এসেছি। ভোলা হবে শিল্প-কারখানা ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাময় জেলা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভোলা শহরের চরনোয়বাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৯৯৩ সালে ১৪ একর জমির ওপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক স্থাপিত হয়। ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ‘সি’ ক্যাটাগরির এ বিসিকে গ্যাস সংযোগের ঘোষণার পরই উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর