শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাবধানতা অবলম্বন করলে দুর্যোগে ক্ষতির পরিমাণ কমবে : মেয়র খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বিশ্বজুড়ে মানুষের একটি জীবন্ত বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও করণীয় দিক নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে হবে। সাবধানতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে।

গতকাল খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাডামস আয়োজিত ‘মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ (এমএপি) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের কর্মশালায় সিটি মেয়র এ কথা বলেন। এ প্রকল্পের মাধ্যমে ভুক্তভোগীদের চাহিদা চিহ্নিত ও বিপদাপন্ন মানুষের স্বার্থসমূহ জাতীয় ক্ষয়ক্ষতি কৌশল প্রতিষ্ঠায় সহযোগিতা করা হবে।

অ্যাডামসের নির্বাহী পরিচালক এস এম আলী আসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আবদুল্লাহ ইউসুফ আল হারুন।

ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প কো-অর্ডিনেটর জিল্লুর রহমান ও এস এম সাফিন ইকবাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর