শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীর ভিড়

সংরক্ষিত আসনে এমপি হতে চান অনেকেই

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত আসনের এমপি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নারী নেত্রীরা। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীর ভিড় দেখা গেছে। সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের সঙ্গে কথা বলেন। এ সময় অনেকেই দলের সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গতকাল মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীদের ভিড় ছিল। বিকালের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয়ে যান। পরে সংরক্ষিত আসনের এমপি হতে চান এমন নেত্রীদের ভিড় বেশি হওয়ায় নিজের অফিস রুম ছেড়ে কনফারেন্স রুমে এসে বসেন ওবায়দুল কাদের। এ সময় মনোনয়নপ্রত্যাশী শতাধিক নেত্রী সেখানে জড়ো হন।

ওবায়দুল কাদের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের নারী নেত্রীদের অনেকের পরিচয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান এবং বেশ কয়েকজনের সিভি জমা নেন। বাকিদের দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে সিভি জমা দিতে বলেন। এ সময় দলের নারী নেত্রীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর