সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রাম-কক্সবাজার লাইনে চালু হচ্ছে জোড়া কমিউটার ট্রেন

প্রতিবার যাতায়াত করতে পারবেন ৭২০ যাত্রী

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম-কক্সবাজার লাইনে এক জোড়া কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন থেকে এটি চলাচল করবে তা চূড়ান্ত না হলেও ঠিক হয়েছে সময়সূচি ও ট্রেন থামার স্টেশন। বর্তমানে ঢাকা থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করছে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার লাইনে ১২ বগির এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। প্রতিবার যেতে পারবেন ৭২০ জন। ট্রেনটি ১৫০ কিলোমিটারের রেলপথের ১১টি স্টেশনে দাঁড়াবে। দিনে দুইবার কক্সবাজার থেকে চট্টগ্রাম আসবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। আন্তনগরের পরিবর্তে এ রুটে কমিউটার ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৯টা ৫০ মিনিটে এবং কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ২টা ২৫ মিনিটে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালুর প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে ইঞ্জিন-কোচ, নিয়োগ দেওয়া হচ্ছে লোকো মাস্টার। এটি চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করবে। ট্রেনে বগি থাকবে ১২টি। পুরো ট্রেন ননএসি। সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার ১ নম্বর কমিউটার ট্রেন সকাল ৯টা ৫০ মিনিটে রওনা দিয়ে ১১টি স্টেশনে দাঁড়িয়ে ১টা ৪৫ মিনিটে কক্সবাজার পৌঁছবে। স্টেশনগুলো হলো ষোলশহর, জান আলীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু এবং কক্সবাজার। চট্টগ্রাম-কক্সবাজার ২ নম্বর কমিউটার ট্রেনটিও একই স্টেশনে দাঁড়াবে। 

প্রসঙ্গত, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণের পর আশার আলো দেখছিল চট্টগ্রামের পর্যটনপ্রেমীরা। আন্তনগর ট্রেন দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার স্বপ্ন পূরণ হবে। কিন্তু কোচ ও ইঞ্জিন সংকটের কারণে নতুন এ লাইনে মাত্র দুটি আন্তনগর ট্রেন চলাচল করছে। এ দুটি রেল ঢাকা থেকে ছেড়ে  চট্টগ্রামে যাত্রাবিরতি দিচ্ছে। তবে চট্টগ্রাম থেকে যাত্রী নেওয়া হচ্ছে মাত্র ১১৫ জন। এ নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর