সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সংকটে শিবগঞ্জ উপজেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধ সংকট নিত্যদিনের। চিকিৎসাধীন রোগীদের স্যালাইন দেওয়া হলেও অন্য কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না। আউটডোরে নেই চিকিৎসক। চিকিৎসকের অভাবে চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়ছেন গর্ভবতী নারীসহ অসুস্থ মানুষ। এতে বেড়ে গেছে দালালের তৎপড়তা। তাদের খপ্পড়ে পড়ে প্রতারিত হচ্ছেন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা। এ ছাড়া কয়েক মাস আগের বকেয়া টাকা পরিশোধ না করায় পেট্রল পাম্প মালিক বাকিতে তেল না দেওয়ায় প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স সার্ভিস। এতে করে দুর্ভোগে পড়েছেন জরুরি রোগীসহ তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তেলের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে আবারও চালু হবে অ্যাম্বুলেন্স সেবা। জানা যায়, উপজেলার প্রায় ৭ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা স্থল ১০০ শয্যার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু সঠিক চিকিৎসাসেবা দিতে না পেরে প্রায় প্রতিদিনই  রোগী পাঠানো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা ঢাকায়। এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, চিকিৎসক সংকট ও অ্যাম্বুলেন্সসেবা দ্রুত নিশ্চিত করার চেষ্টা চলছে। দালালদের দৌরাত্ম্য বন্ধে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর