সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়

-স্বাস্থ্য মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে দেশে চলমান টিকাই কার্যকরী বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তবে এনিয়ে এত আশঙ্কার কিছু নেই। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। করোনার নতুন ধরনের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এতে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আমাদের যে টিকা আছে, সেটা কার্যকরী এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের বাতাসে যে পরিমাণ ধুলা-বালি, ময়লা আছে তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি। আমরা ফ্রন্ট লাইনে যেমন ডাক্তার আছেন, তাদের বলছি আমাদের টিকা আছে, আপনারা টিকা নিয়ে নেবেন। নিউমোনিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, এই মৌসুমে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর