সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা সিটিতে মোবাইল সিটি ও অ্যাপারেল কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা সিটিতে মোবাইল সিটি ও অ্যাপারেল কর্নার উদ্বোধন

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-তে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মোবাইল ফোন ও মোবাইল সরঞ্জামাদি নিয়ে ‘মোবাইল সিটি’। এ ছাড়া লেভেল ৮-এর ব্লক এ-তে নতুন আঙ্গিকে চালু হয়েছে অত্যাধুনিক ফ্যাশন হাউসগুলো নিয়ে ‘অ্যাপারেল কর্নার’। গতকাল বিকাল ৩টা থেকে এ দুই কর্নারের যাত্রা শুরু হয়। বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ ১৮১টি শপে আইফোন, স্যামসাং, অপপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি পাওয়া যাবে মোবাইল সিটিতে। অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে- ফ্রিল্যান্ড, ক্লাবহাউস, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্প­্যাশ ব্র্যান্ড।

এ সময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জিয়াউল হক শিকদার, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের জিএম (মানবসম্পদ ও প্রশাসন) মেজর (অব.) মো. রবিউল ইসলাম, বিসিডিএল নির্বাহী পরিচালক (মেকানিক্যাল) মাহবুব মোর্শেদ খান, বসুন্ধরা গ্রুপ চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) মো. মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম বলেন, আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যার দূরদর্শী চিন্তার মানুষ। চেয়ারম্যান স্যার সব সময় বেস্ট জিনিস করার চেষ্টা করেন। বসুন্ধরা সিটি ১০০ বছরের প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী ১০০ বছরেও আমরা নম্বর ওয়ান হিসেবে থাকব। আমাদের মার্কেটকে নম্বর ওয়ান রাখার জন্য আমরা ঢেলে সাজাচ্ছি। সব ধরনের মোবাইল ও মোবাইলের যাবতীয় জিনিস একসঙ্গে নিয়ে আসা হয়েছে। আমাদের অ্যাপারেল কর্নারে ঢাকার নামিদামি পোশাক ব্র্যান্ডকে নিয়ে আসা হয়েছে। ‘অ্যাপারেল কর্নার ও মোবাইল সিটি’-তে ব্যবহৃত লাইটিং বাংলাদেশের কোনো মার্কেট দেখাতে পারেনি। এখানে ন্যাচারাল অক্সিজেনের ব্যবস্থা আছে। বাংলাদেশের এমন কোনো মার্কেট নেই যেখানে ডগ স্কয়ার্ড আছে। আমাদের এখানে আছে। আগামীতে মেট্রোরেল থেকে সরাসরি এ মার্কেটে আসার ব্যবস্থা করা হবে। অ্যাপারেল কর্নারে ফ্রিল্যান্ড আউটলেট ম্যানেজার মো. তন্ময় বলেন, নতুন করে সাজানোর কারণে এখন আরও বেশি মানুষ আসবে। আমাদের বেচাকেনা বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর