সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি নির্বাহী পরিষদের ২০২৪ সালের নির্বাচন আজ। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি। এতে ৬১০ জন শিক্ষক ভোট প্রদানে অংশ নেবেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। নিষ্ক্রিয় শিক্ষকরাও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন। ইতোমধ্যে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিপরীতে বিএনপিপন্থি শিক্ষকদের সঙ্গে ‘শিক্ষক ঐক্য পরিষদ’ নামে পাল্টা প্যানেল ঘোষণা করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষকদের সঙ্গে এ প্যানেলের বিষয়ে ঐকমত্য হয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

 শিক্ষক ঐক্য পরিষদের প্যানেলে প্রার্থী হিসেবে আইবিএ বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন (সভাপতি), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন (সম্পাদক) ও একই বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ (সহ-সভাপতি), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান (যুগ্ম-সম্পাদক), পরিবেশ বিজ্ঞান অধ্যাপক এ কে এম রাশিদুল আলম (কোষাধ্যক্ষ) রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত ও উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ব্যানারে আইআইটির অধ্যাপক এম শামীম কায়সার (সভাপতি), রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা (সম্পাদক), ইংরেজি বিভাগের অধ্যাপক লাইজু নাসরিন (সহ-সভাপতি), পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান (যুগ্ম-সম্পাদক), সিএসই বিভাগের মো. এজহারুল ইসলাম (কোষাধ্যক্ষ) প্রার্থী হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর