সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ

বিএডিসির ল্যাব নির্মাণে জলাশয় ভরাট অবৈধ

নিজস্ব প্রতিবেদক

কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ

আলু, পিঁয়াজ, ডিমসহ অন্যান্য কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রুলে কৃষি বিপণন আইন-২০১৮ এর (৪)(ছ) অনুসারে উৎপাদন স্থলে বাজার অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনা করার ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও কৃষি অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ‘সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি’ নির্মাণে রাজধানীর মিরপুরে গৈদারটেক এলাকায় জলাশয় ভরাটের কার্যক্রম অবৈধ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে ভরাট করা জলাশয় পুনরুদ্ধার করে তিন মাসের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গতকাল রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে জলাশয়টি রক্ষণাবেক্ষণ করতেও বলা হয়েছে রায়ে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম জহুরুল ইসলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হাছান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী রেজা-ই-রাব্বি খন্দকার। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের জন্য নেওয়া ‘জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প’ বাস্তবায়নে বিএডিসি ইতোমধ্যে বালু ও মাটি ফেলে প্রায় ৩৬ বিঘা (১২ একর) জলাধার ভরাট করে। এনিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত বছর ১ আগস্ট হাই কোর্টে রিট আবেদন করা হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। এ রিটে প্রাথমিক শুনানির পর ১৩ আগস্ট রুলসহ আদেশ দেন হাই কোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দিলেন হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর