সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সপ্তাহের প্রথম দিনে দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে দরপতনে শেয়ারবাজার

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর দুদিন শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়লেও এরপরে দরপতন চলছে। সপ্তাহের প্রথম দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে মাত্র ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ৩১১টির। আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯ পয়েন্টে নেমে  গেছে। সবকটি মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে হাজার কোটি টাকার কম লেনদেন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৬১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৭০  কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯  কোটি ৭১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। দিনভর কোম্পানিটির ৩২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমেনিয়ামের ২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি দুই লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৬৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে।

দাম কমেছে ২০৮টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর