সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর ১৬ কর্মকর্তা নিয়োগ

ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেয়েছেন ডা. এ বি এম আবদুুল্লাহ। এ ছাড়াও প্রধানমন্ত্রীর জন্য পাঁচ বিশেষ সহকারীসহ বিভিন্ন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এসব নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে- প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডা. এ বি এম আবদুুল্লাহকে সচিব পদপর্যাদায় নিয়োগ দেওয়া হয়। বিশেষ সহকারীদের মধ্যে ড. শহীদ হোসাইন, নীলুফার আহম্মেদ এবং ফেরদৌস আহমেদ খানকে সরকারের সচিবের পদমর্যাদা এবং কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে উপসচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। সচিব মর্যাদায় ‘স্পিচ রাইটার’ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে গাজী হাফিজুর রহমান নিয়োগ পেয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফুজ্জামান নূরুন্নবী, আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), সনজিত চন্দ্র দাস এবং প্রটোকল অফিসার-২ হিসেবে আবু জাফর রাজুকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়াও, উপ-প্রেস সচিব পদে হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে এস এম গোর্কি, ফটোগ্রাফার হিসেবে আন্দ্রিয় স্কু নিয়োগ পেয়েছেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনে কম্পট্রোলার নিয়োগ পেয়েছেন মো. রাশিদুল হাসান (রাসু)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর