মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শাহ আমানতে সোনার বারসহ আটক হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গ্রেফতার হওয়া ওই কর্মকর্তার নাম ডা. এম জেড এ শরীফ।  গতকাল সকালে ওই কর্মকর্তাকে আটক করা হয়। ২৭তম বিসিএস কর্মকর্তা ডা শরীফ স্বাস্থ্য দফতরের অধীনে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার আলিফ রহমান বলেন, ডা. শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হচ্ছিল। গতকাল সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট এলে তিনি ফের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি করে চার পিস সোনার বার উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬৪ গ্রাম। পরে ডা. শরীফকে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডা. শরীফ শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের বলেন, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী মো. আলাউদ্দিনের কাছ থেকে সোনার চারটি বার গ্রহণ করেন।

এ বারগুলোর বাইরে অন্য জনের কাছে হস্তান্তরের কথা ছিল। এর আগেও একাধিকবার তিনি যাত্রীদের জরুরি সেবা দেওয়ার আড়ালে অবৈধভাবে আনা সোনার বার ভিআইপি চ্যানেল দিয়ে বের করে চোরাচালান চক্রের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর